ওমান : আগামী ৬ মাসের মধ্যে ৫% ভ্যাট চালু

শেয়ার করুন         সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের পর ওমান নিজ উপসাগরীয় প্রতিবেশীদের অনুসরণ করে ২০২১ সালের এপ্রিল মাস থেকে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু করার পরিকল্পনা করছে। ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল-সাইদ, সোমবার একটি ডিক্রি জারি করে ছয় মাসের মধ্যে পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু করার ঘোষণা দেন।করের বিশদ রাজকীয় ডিক্রি অনুসারে, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, চিকিত্সা সেবা, শিক্ষা এবং আর্থিক পরিষেবাগুলি পরিকল্পিত শুল্ক থেকে অব্যাহতি পাবে। ওপেকের (OPEC) বাইরে বৃহত্তম তেল রফতানিকারক দেশ ওমান অপরিশোধিত দাম এবং করোনাভাইরাস মহামারী হ্রাসের পূর্বেই ছয়-দেশীয় উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের … Continue reading ওমান : আগামী ৬ মাসের মধ্যে ৫% ভ্যাট চালু